ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেপাল সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ করেছে কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাইলট আবিদ সুলতান ত্রিভুবনে নামার প্রস্তুতির সময় বিমানবন্দর নিয়ন্ত্রণকক্ষে ‘অসত্য’ তথ্য দিয়েছিলেন। এক ঘণ্টার ওই পুরো ফ্লাইটে তিনি ককপিটে বসেই ধূমপান করছিলেন। তিনি মারাত্মক মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন এবং ওই অবস্থায় তিনি একের পর এক যেসব ‘ভুল সিদ্ধান্ত’ নিয়েছেন, তার কারণেই ফ্লাইট বিএস-২১১ বিধ্বস্ত হয়।
বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে ইউএস-বাংলার বৈমানিকদের শেষ মুহূর্তের যে কথোপকথন, তাতে দুইপক্ষের ভুল বোঝাবুঝি স্পষ্ট।
কাঠমান্ডু পোস্ট আরও লিখেছে, ফ্লাইটের পুরো সময়টায় প্রধান বৈমানিক আবিদের আচরণ তার স্বাভাবিক চরিত্রের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ ছিল না’।
উল্লেখ্য, ঢাকা থেকে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে গত ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুতে নামার সময় দুর্ঘটনায় পড়ে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১। আরোহীদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যার ২৭ জন বাংলাদেশি।
জয়নিউজ/আরসি