সোহেল হত্যাকারীদের দ্রুত বিচার দাবি পরিবারের

আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন সোহেলের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে তার পরিবার।

- Advertisement -

বুধবার (১০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মহিউদ্দিন সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির।

- Advertisement -google news follower

তিনি বলেন, সোহেল হত্যাকাণ্ডের  ৩মাস পার হলেও প্রধান আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। এছাড়া মামলার এজাহারভুক্ত ‍১৯ জন আসামির মধ্যে হাইকোর্ট ৪ জনকে জামিন দিয়েছে। যার ফলে জামিনে থাকা আসামিরা নানাভাবে আমাদের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে।

এসময় সোহেল হত্যাকণ্ডের একটি মর্মান্তিক ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। যেখানে মহিউদ্দিন সোহেলকে নির্মমভাবে হত্যার দৃশ্য দেখা যায়। এই ফুটেজের মাধ্যমে ইতোমধ্যে কয়েকজন আসামিকে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

- Advertisement -islamibank

সোহেলের স্বজনরা বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই পরিকল্পিত হত্যাকাণ্ডের স্বীকার হয়েছে সোহেল। এখন আমাদের একটাই দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এতে উপস্থিত ছিলেন সোহেলের বাবা-মা ও স্ত্রীসহ পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত বাঙালি। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সোহেলের সহকর্মী ও বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সাহাব হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহাদাত নবী খোকা, অমিত বরণ বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, ৭ জানুয়ারি সকালে নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী চাল বাজার এলাকায় দূর্বত্তদের পরিকল্পিত হামলায় নিহত হন মহিউদ্দিন সোহেল।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM