সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা জনগোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব ফুল বিজু।
প্রতিবছরের মতো এবারও খবং পরিয়ারপাড়ায় আয়োজন করা হয়েছে ফুল বিজুর। ‘সম্প্রীতির বন্ধনে জাতীয় ঐক্য সুদৃঢ় করুন’ এই স্লোগানে সার্বজনীন বৈসাবী উদযাপন কমিটি আয়োজন করে ফুল ভাসানো ( ফুল বিজু) উৎসবের।
শুক্রবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টা থেকে বিজু ফুল, মাধবী, জবা, গাঁদাসহ নানা প্রজাতির ফুল ভাসাতে নদীর পাড়ে আসতে থাকে আদিবাসীরা।
পুরানো বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতেই এই ঐতিহ্যবাহী আয়োজন। থামি, গলায় মালা, হাতে ফুল নিয়ে সকাল থেকেই নদীর পাড়ে ভিড় করে নারীরা। তাদের সঙ্গে তরুণরাও ফুল ভাসাতে আসে। বাবা-মায়ের হাত ধরে শিশুরাও আসে ফুল ভাসাতে।
ফুল ভাসাতে আসা সুপর্ণা খীসা বলেন, সবাই মিলে ফুল নিয়ে এসেছি নদীর পাড়ে। ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরানো বছরের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাই।