নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ৩

রানওয়ে থেকে ছিটকে পড়ে দূরে থাকা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লেগে নেপালের একটি বিমান সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয়।এতে ৩ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছে।

- Advertisement -

রোববার (১৪ এপ্রিল) নেপালের লুকমা বিমানবন্দরে এঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমান বন্দর হিসেবে পরিচিত লুকমা বিমানবন্দর।

বিমানবন্দরের কর্মকর্তা ইমা নাথ আধিকারি এএফপিকে বলেন, বিমানের কো-পাইলট এবং একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন। অপরদিকে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অন্য এক পুলিশ কর্মকর্তা কাঠমন্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

- Advertisement -islamibank

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে দুইটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কাঠমন্ডুতে পাঠানো হয়েছে। তিনি বলেন, কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয়।

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM