থানার নাম আসলে হামলা-মামলার নানান অভিযোগের সমহার উঠে আসে। কথায় আছে থানার কাছ দিয়ে কানাও হাঁটে না। আর তা মিথ্যে প্রমাণ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সদস্যরা। থানার সদস্যরা পিঠাপুলি, মুড়ি-মুড়কি, মোয়া, নারকেলের নাড়ু দিয়ে আপ্যায়ন করছে সেবাগ্রহীতাদের।
রোববার (১৪ এপ্রিল) নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের উদ্যোগে এমন আয়োজন।
আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ মহসিন জানান, নববর্ষ সারাদিন সব জায়গায় সবার জন্য। থানায় আগত সেবাগ্রহীতারা তাই বাদ যাবে কেন। নববর্ষের উৎসব থেকে কেউই যেন বাদ না পড়ে সেজন্য টিম কোতোয়ালির এই বিশেষ প্রয়াস।
তিনি আরো জানান, মুড়ির মোয়া,নারকেলের নাড়ুসহ বৈশাখী বিভিন্ন খাবার নিয়ে আপ্যায়ন করা হচ্ছে সেবাগ্রহীতাদের। নববর্ষের আমেজ তাই থানাতেও। এমন আপ্যায়নে সেবাগ্রহীতাদের পাশাপাশি আমরাও খুশি।