যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঝড়ে অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনি (১৩ এপ্রিল) ও রোববার (১৪ এপ্রিল) দুইদিনের ঝড়ে নিহতদের মধ্যে ৩ শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। হতাহতের বেশিরভাগই টেক্সাস অঙ্গরাজ্যের।
পূর্ব টেক্সাসের আলটোতে আদিবাসীদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে টর্নেডো আঘাত হানে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন এবং অন্তত ২৪ জন আহত হন।
এছাড়া ঝড় ও ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় টেক্সাস, মিসিসিপি, লুইসিয়ানা, আর্কানসাস, জর্জিয়া অঙ্গরাজ্যে রোববার দুপুর থেকে অন্তত ৯০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় আছে।
এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যে আরও ৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। মনরো অঙ্গরাজ্যের কাছে কালহাউনে জলোচ্ছ্বাসে গাড়ি পানিতে নিমজ্জিত হওয়ায় গাড়িতে থাকা এক ব্যক্তি নিহত হন।