লক্ষ্মীপুরে নৌযান চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ

নৌপথে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও নৌ শ্রমিকদের বেতন-ভাতা পুনঃ নির্ধারণসহ ১১ দফা দাবিতে লক্ষ্মীপুরে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে লাগাতার কর্মবিরতি চলছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে মজু চৌধুরীরহাট ঘাট থেকে সী ট্রাক পারিজাত ছেড়ে গেলেও এরপর অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো নৌযান ছাড়েনি। বন্ধ রয়েছে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশালসহ বিভিন্ন রুটে নৌ চলাচল। এতে বিপাকে পড়েছে  সাধারণ যাত্রীরাও।

- Advertisement -google news follower

আন্দোলনরত নৌ শ্রমিকরা জানান, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সমুদ্রভাতা ও রাত্রিকালীন ভাতা পুনঃনির্ধারণসহ ১১ দফা দাবিতে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর একইভাবে কর্মবিরতি দেওয়া হয়েছিল। এরপর সরকার ও মালিকপক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়।

কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও দাবি আদায় না হওয়ায় আবারো কর্মবিরতিতে গেল নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা।

জয়নিউজ/আতোয়ার/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM