পেসার মোহাম্মদ আমিরকে ছাড়াই পাকিস্তানের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে।
স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞার পর ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে ফর্মহীনতায় ভুগছেন আমির।
তবে বিশ্বকাপ দলে জায়গা না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমিরকে স্কোয়াডের সঙ্গে রাখা হয়েছে।
দলে ফখর জামান ও ইমাম–উল–হকের পাশাপাশি তৃতীয় ওপেনার হিসেবে আবিদ আলীকে রাখা হয়েছে। মিডল অর্ডারে বাবর আজম, শোয়েব মালিক ছাড়াও মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল ও সরফরাজ আছেন।
দলের পাঁচ পেসার হলেন- জুনায়েদ খান, হাসনাইন, শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও হাসান আলী। লেগ স্পিনার শাদাব খান ছাড়াও দলে স্পিনার আছেন শোয়েব মালিক ও হাফিজ।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলী, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন ও হারিস সোহেল।
জয়নিউজ/জুলফিকার