হালদা নদীর সত্তারঘাট এলাকায় অবৈধ ঘেরাজাল ও বালুবাহী একটি গাড়ি আটক করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
এসময় তিনি জয়নিউজকে বলেন, হালদায় ঘেরাজাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার ও বালু উত্তোলনের খবর পেয়ে সকালে মেখল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সত্তারঘাট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরাজাল জব্দ করা হয়। একই স্থানে অপর এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু বহনকারী একটি গাড়ি আটক করা হয়েছে।