মানবপাচার রোধে সক্ষম সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন আইন করে মানবপাচার রোধে অনেকটাই সক্ষম হয়েছে সরকার, প্রলুব্ধ হয়ে পাচার হওয়ার সংখ্যা কমে আসছে ।

- Advertisement -

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ইউএনডিপি আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

- Advertisement -google news follower

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাচারের ভিকটিম যারা হচ্ছেন তাদের নানাভাবে প্রলুব্ধ করা হচ্ছে। আমাদের অনেক সমস্যা ছিল, তবে আইন করা হয়েছে ২০১২তে, তা প্রয়োগ করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মানবপাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তিনি

আরো বলেন, বৃটিশ আমল থেকেই বাংলাদেশে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জোরপূর্বক এ অঞ্চলে পাঠানো হচ্ছে। বর্তমানে ১১ লাখের মতো রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে রয়েছেন। তাদের জন্য অন্যতম চ্যালেঞ্জ বেঁচে থাকা।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM