পবিত্র শবে বরাত আজ (রোববার)। হাদিসে আছে, মর্যাদাপূর্ণ এই রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। প্রতি হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ রাতটি তাই মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে।
ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। পরদিন রোজা রাখেন, দান-খয়রাত করেন। ভবিষ্যৎ জীবনের কল্যাণ ও অতীতের গুনাহ মাফের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন। পৃথক পৃথক বাণীতে তাঁরা মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য, দেশ-জাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনা করেছেন।