শ্রীলঙ্কায় ধারাবাহিক বোমা বিস্ফোরণে ১৫৬ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল) সকালে দেশটির রাজধানী কলম্বোর তিনটি বিলাসবহুল হোটেল ও তিনটি গির্জা বিস্ফোরণে কেঁপে ওঠে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গির্জায় ইস্টারের প্রার্থনার সময় এ হামলা হয়।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এদিন সকালে ইস্টারের প্রার্থনার সময় তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে তিনটি হোটেলেও পর পর বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘিরে ফেলে এলাকা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।