বাস থেকে ফেলে হত্যার ঘটনায় মামলা

নগরে রেজাউল করিম নামের এক যাত্রীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগে চালক দিদারুল আলম ও হেলপার মো. মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে আকবর শাহ থানায় এ মামলা দায়ের করেন নিহত রেজাউল করিমের মামা আহমেদুর রহমান।

- Advertisement -

আকবর থানায় যোগাযোগ করা হলে জানানো হয়, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

- Advertisement -google news follower

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, নগরের আকবর শাহ থানা এলাকায় চার নম্বর সিটি বাসের চালক ও হেলপারের সঙ্গে তর্ক-বিতর্কের পর্যায়ে রেজাউল করিমকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়। সেই বাসে মাথা ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রেজাউল।

নিহত রেজাউল করিম সিটি গেইট এলাকার মো. ওয়ালিউল্লার ছেলে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক।

- Advertisement -islamibank

গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM