পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
থানা ছাত্রলীগ নেতা ইমতিয়াজুল কাদের সানির সভাপতিত্বে ও তামজিদুল ইসলাম রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা মনির আহম্মদ মনি। বিশেষ অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ারুল ইসলাম বাপ্পী।
আরো বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ওমর ফারুক সুমন, থানা ছাত্রলীগ নেতা মো. হাসান তারেক, মো. রাসেল, মো. সাহাবউদ্দিন, মো. আসলাম, নিলয় দাশ ও জুয়েল দাশ।
বক্তারা বলেন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালি জাতির ওপর হামলে পড়ে। এরপর ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়।
এসময় বঙ্গবন্ধু রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল।
সেই সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে।