আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ দেশে আনা হচ্ছে মঙ্গলবার (২৩ এপ্রিল)। জায়ানের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (২১ এপ্রিল) ইস্টার সানডের প্রার্থনার সময় গির্জা ও হোটেল মিলিয়ে ৮টি স্থানে বোমা হামলায় রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। হামলায় ২৯০ নিহত হয়। আহতের সংখ্যা পাঁচ শতাধিক।
দুই ছেলে ও স্বামীকে নিয়ে শ্রীলঙ্কায় ঘুরতে যাওয়া শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া দেশটির একটি পাঁচতারকা হোটেলে ছিলেন। বোমা হামলায় স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যুর খবর আসে।
হামলায় আহত প্রিন্সকে দেশটির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, তাঁর দুটি পা নষ্ট হয়ে গেছে।