রামগড়ে চা বাগান বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকালে চা কারখানার সামনে এ সমাবেশের আয়োজন করে শ্রমিকরা।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান রোস্তম আলী।
তিনি শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বলেন, বাগান বন্ধের কারণে শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। এ অবস্থায় কোনো বিবেকবান মানুষ বসে থাকতে পারে না। শ্রমিকেরা আমাদের ভাই ও বন্ধু। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে সংশ্লিষ্ট শ্রম মন্ত্রণালয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলর বিষ্ণু দত্ত, চা বাগান পঞ্চায়েত সভাপতি মদন রাজগড় সম্পাদক বিপ্লব মুন্ডা, চট্টগ্রাম ভ্যালী সম্পাদক যতন কর্মকার ও সাবেক সম্পাদক মিন্টু দে ছোটন।
পঞ্চায়েত সভাপতি মদন রাজগড় জয়নিউজকে জানান, চা শ্রমিকদের শিশুরাও ২৩ এপ্রিল বিক্ষোভ মিছিলে অংশ নেবে। দাবি না মানা পর্যন্ত পর্যায়ক্রমে আরও নানা কর্মসূচি আসবে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ, ১৮ এপ্রিল থেকে রামগড় চা বাগান বন্ধ ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ।