দ্রুতগতিতে এগিয়ে চলেছে পদ্মাসেতুর নির্মাণকাজ। চলতি মাসের ১০ তারিখ ১০ম স্প্যান বসানোর ১৩ দিনের মাথায় মঙ্গলবার (২৩ এপ্রিল) বসানো হলো সেতুর ১১তম স্প্যান।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ৩৩ ও ৩৪নং পিলারের উপর বসানো হয় স্প্যানটি। ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি ভাসমান ক্রেন তিয়ান-ই দিয়ে সফলভাবে বসানো হয়। এটি বসানোর ফলে পদ্মাসেতুর ১ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো।
নতুন স্প্যানটি বসানোর ফলে জাজিরা প্রান্তে মোট স্প্যানের সংখ্যা দাঁড়ালো ৯টি। এছাড়া মাওয়া প্রান্তে একটি স্থায়ী ও একটি অস্থায়ী মিলিয়ে মোট স্প্যানের সংখ্যা ১১টি।
পদ্মাসেতু প্রকল্পের প্রধান পরিচালক দেওয়ান মো. কাদের এব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২২ এপ্রিল) ১৫০ মিটার দৈর্ঘ্য আর ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের কাছে আনা হয়।
জয়নিউজ/আরসি