নিহত ৩১১, শ্রীলঙ্কায় রাষ্ট্রীয় শোক শুরু

কয়েকটি চার্চ ও তারকা মানের হোটেলে একযোগে চালানো বোমা হামলায় নিহতদের স্মরণে শোক পালন করছে স্তব্ধ শ্রীলঙ্কাবাসী। রোববারের (২১ এপ্রিল) ওই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১ জনে দাঁড়িয়েছে। কলম্বো পুলিশের মুখপাত্র রাবন গুসাসেকারা মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে জানান, আহত পাঁচ শতাধিক মানুষের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে মারা গেছেন।

- Advertisement -

মঙ্গলবার সকালে তিন মিনিট নীরবতার মধ্য দিয়ে দেশটিতে রাষ্ট্রীয় শোক পালনের কার্যক্রম শুরু হয়। পুরো দেশে সব সরকারি-আধা সরকারি ভবনে জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত। বোমায় ক্ষতিগ্রস্ত সেন্ট সেবাস্টিয়ানের গির্জায় শেষকৃত্য শেষে নিহতদের কয়েকজনকে শোয়ানো হয় গণকবরে।

- Advertisement -google news follower

এদিকে হামলার দু’দিন পর বসছে সংসদ অধিবেশন। এখান থেকে হামলার বিষয়ে সরকারি বিবৃতি আসবে বলে ধারণা করা হচ্ছে।

রোববারের ওই হামলায় এ পর্যন্ত ৪০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কান পুলিশ। যদিও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। হামলাকারীরা শ্রীলঙ্কান হলেও তাদের

- Advertisement -islamibank

সঙ্গে বিদেশিদের যোগাযোগ থাকতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। এটা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হামলার ঘটনায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। এরইমধ্যে শ্রীলঙ্কায় এসে পৌঁছেছে ইন্টারপোলের একটি টিম।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM