টেলিভিশন ও চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা সালেহ আহমেদ আর নেই।
বুধবার (২৪ এপ্রিল) বেলা আড়াইটার দিকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সালেহ আহমেদের ছেলে সাব্বির আহমেদ গণমাধ্যমকে জানান, নয় বছর আগে আব্বা স্ট্রেক করেছিলেন। তারপর মোটামুটি ভালোই ছিলেন। গত বছর খানিক ধরে শারীরিক অবস্থা খারাপ ছিল। ফুসফুসে পানি জমেছিল, শ্বাসকষ্ট হতো। এরপর কিডনির সমস্যা হয়েছিল। গত এক মাস ধরে আব্বার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়েছিল। তিন চার দিন আগে জ্বর আসে। ফুসফুসে আবারো পানি আসে। শুধু তাই নয় সর্বশেষ হার্ট অ্যাটাক হয়েছিল।
সালেহ আহমেদের বাসা উত্তর খানে। সেখানকার গণ কবরস্থানে এ অভিনেতাকে দাফন করা হবে। তবে এখনো জানাজা নামাজের বিষয়ে সময় নির্ধারণ করা হয়নি বলেও জানান সাব্বির আহমেদ।