আগ্রাবাদ সিজিএস ভবন এলাকায় দিনদুপুরে বিদেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রুপ। টেন্ডারের ভাগ-বাটোয়ারা নিয়ে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে এ সংঘর্ষ হয়। পরে পুলিশি অভিযানে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারজনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি সিএনজিচালিত অটোরিকশায় করে আগ্রাবাদ সিজিএস মসজিদ কলোনির ভেতর আসে সন্ত্রাসীরা। এসময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র, ধারালো কিরিচ ও রড ছিল। ভবনে থাকা আরেক গ্রুপের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গোলাগুলির ঘটনাও ঘটে। পরে ডবলমুরিং থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জয়নিউজকে বলেন, টেন্ডারের ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।