কড়া রোদ মাথায় নিয়ে বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১০তম আসরের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় নগরের লালদিঘী মাঠে বলীখেলার উদ্বোধন করেন তিনি। এরপর হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু হয় খেলা।
প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছেন সিরাজগঞ্জের মো. শফিকুল ইসলাম ও মহেশখালীর সিরাজুল মোস্তফা।
উদ্বোধনকালে মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক বলীখেলার সমৃদ্ধি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা সংস্কৃতি মন্ত্রণালয়কে বলীখেলা ও বৈশাখী মেলাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্তির জন্য অনুরোধ করব।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চেীধুরী ফরিদ ও মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী প্রমুখ।
খেলায় প্রথম রাউন্ড শেষ হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে ১৬ জনের মধ্যথেকে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলা পরিচালনা করছেন সাবেক কাউন্সিলর আবদুল মালেক। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।
বলীখেলায় চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে থাকছে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি, রানারআপ পাবেন নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি।