জব্বারের বলীখেলার উদ্বোধন, চলছে খেলা

কড়া রোদ মাথায় নিয়ে বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১০তম আসরের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

- Advertisement -

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় নগরের লালদিঘী মাঠে বলীখেলার উদ্বোধন করেন তিনি। এরপর হাজারো দর্শকের উপস্থিতিতে শুরু হয় খেলা।

- Advertisement -google news follower

প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছেন সিরাজগঞ্জের মো. শফিকুল ইসলাম ও মহেশখালীর সিরাজুল মোস্তফা।

উদ্বোধনকালে মাহাবুবর রহমান বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক বলীখেলার সমৃদ্ধি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমরা সংস্কৃতি মন্ত্রণালয়কে বলীখেলা ও বৈশাখী মেলাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্তির জন্য অনুরোধ করব।

- Advertisement -islamibank

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চেীধুরী ফরিদ ও মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী প্রমুখ।

খেলায় প্রথম রাউন্ড শেষ হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে ১৬ জনের মধ্যথেকে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খেলা পরিচালনা করছেন সাবেক কাউন্সিলর আবদুল মালেক। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

বলীখেলায় চ্যাম্পিয়নের পুরস্কার হিসেবে থাকছে নগদ ২০ হাজার টাকা ও ট্রফি, রানারআপ পাবেন নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি।

জয়নিউজ/পার্থ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM