সবকিছুতেই চড়া দাম

রমজান মাসকে সামনে রেখে নগরের বাজারগুলোতে সবজির দাম বেড়েছে। ৫০ থেকে ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। সেইসঙ্গে মাছ-মাংস আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

- Advertisement -

শুক্রবার (২৬ এপ্রিল) দেওয়ান বাজার, কাজীর দেউড়ি কাঁচাবাজার, রিয়াজউদ্দিন বাজার ও চকবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি আলু ২২ টাকায়, পেঁপে ৬০ টাকায়, টমেটো ৪৫ টাকায়, শসা ৫৫ টাকায়, পটল ৬৫ টাকায়, বরবটি ৭০ টাকায়, কচুর লতি ৫০ টাকায়, করলা ৬০ টাকায়, শিম ৪০ টাকায়, লাউ ৮০ টাকায়, বেগুন ৪০ টাকায়, মুলা ৪০ টাকায়, গাজর ৩৫ টাকায়, ঢেঁড়স ৫৫ টাকায় ও কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকায়, লেয়ার মুরগি ২২০ টাকায়, কক মুরগি ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির মতো দাম অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের। প্রতি কেজি গরুর মাংস ৫৬০ টাকায়, খাসির মাংস ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

অপরিবর্তিত রয়েছে মাছের দাম। প্রতি কেজি ইলিশ ৩ হাজার টাকায়, তেলাপিয়া ১৭০ টাকায়, পাঙ্গাস ১৮০ টাকায়, রুই ২৫০ টাকায়, পাবদা ৫৬০ টাকায়, টেংরা ৬৫০ টাকায়, শিং ৪০০ টাকায়, বোয়াল ৫০০ টাকায় ও চিতল মাছ ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM