তথা সকল শিক্ষা প্রতিষ্ঠান হোক নিরাপদ ও নৈতিক শিক্ষার সূতিকাগার। ধর্মান্ধতা নয়, ধর্মপরায়ণতা মানব কল্যাণের সোপান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এ কথা বলেন বক্তারা। সীতাকুণ্ড হযরত খাজা কালু শাহ্ (রহ.) সুন্নিয়া আলিম মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়ক ডা. হোসেন আহমেদ ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মু. বরকত উল্লাহর সঞ্চালনায় সমাবেশ উদ্বোধন করেন কাউন্সিলর মো. ইলিয়াছ মিয়া চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমির। বিশেষ বক্তা ছিলেন প্রভাষক মাওলানা আলিম উদ্দিন।
বক্তারা বলেন, জঙ্গিদের কোনো দেশ নেই। তাদের কোনো ধর্ম নেই। তারা দেখতে মানুষের মতো হলেও আচরণে হিংস্র পশুর মতো। এই জঙ্গি ও সন্ত্রাসীদের যে কোনো মুল্যে প্রতিহত করতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষা অনুধাবনেই মিলবে মুক্তি।
সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক আহমদ হোসেন, রাশেদা খাতুন, সিরাজদ্দৌলা সওদাগর, ছাদের আহমদ, মো. নবী, সদস্য মো. আবু ছালেহ, মো. নিজাম উদ্দিন খালেদী, মোস্তফা কামাল, মো. মহিউদ্দিন, সলিমপুর ইউপি সদস্য মো. খুরশিদ আলম। উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মাস্টার এমএ মনসুর, মো. লোকমান। – প্রেস বিজ্ঞপ্তি।
জয়নিউজ/আরসি