‘সমাজসেবায় মাস্টার জাফর দৃষ্টান্ত হয়ে থাকবেন’

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ভাষা, শিক্ষা ও সমাজসেবায় পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম (মাস্টার জাফর) যে অবদান রেখে গেছেন তা ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) এ কে এম জাফরুল ইসলামের মৃত্যুতে ওয়ার্ড বিএনপির স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, সমাজ আন্দোলনে নেতৃত্ব দিয়ে ইতিহাসে একজন ক্ষণজন্মা কৃতিপুরুষ হিসেবে অমর হয়ে আছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কারণে তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেকান্দর আলম। ইব্রাহিম বাচ্চু ও হাজী ইমরান উদ্দিনের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন নগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, অধ্যাপক নুরুল আলাম রাজু, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লা, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আসু, প্রবীণ রাজনীতিবিদ ওমর ফারুক, এম আই চৌধুরী মামুন, আমিন মাহমুদ, অধ্যক্ষ হোসেন আলম, আব্দুল আজিজ, ইসমাইল বাবুল, আতাউর রহমান শাহীন, মো. হোসেন খান, শাহেদা বেগম মুন্নি আক্তার, ফরিদুল হক লিটন, মহিলা, কাউন্সিলর ফারজানা আক্তার, নাজিমুল হক নাজু, নাসিমুল হক নাসিম, আসাদুর রহমান টিপু, ইয়াকুব চৌধুরি নাজিম, জমির উদ্দিন বাবলু, শেখ আলাউদ্দিন, খোরশেদ আলম, হাজী মোহাম্মদ ইউনুস, গোলজার হোসেন লেদু, এস এম ফারুক ও মুস্তাকিম মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি

জয়নিউজ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM