চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান জলিল নগর বাস স্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি মামলা ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পুলিশের সহায়তায় ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত মালবোঝাই, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে জোনায়েদ কবির সোহাগ বলেন, ‘অভিযানে ফিটনেস, রোড পারমিট, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা করা হয়। ট্রাফিক আইন অমান্য করে অতিরিক্ত মালবোঝাই, যানবাহন নিবন্ধনের কাগজ না থাকা, মেয়াদত্তীর্ণ কাগজপত্র, লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ সড়কের জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’