সিএসই : চতুর্থ কার্যদিবসে কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে (বুধবার) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ও সূচকের পরিবর্তন হয়েছে। গত দিনের তুলনায় কমছে লেনদেন ও সূচকের পরিমাণ।

- Advertisement -

দিনশেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ২৯ কোটি ৭৩ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬১ কোটি ৬৫ লাখ টাকা।

- Advertisement -google news follower

অন্যদিকে সিএসসিএক্স মূল্য সূচক ৪০ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪৩৯ দশমিক ৭১ পয়েন্টে। সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৩৬ দশমিক ২১ পয়েন্ট। সিএসআই সূচক ৩ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ১৩৬ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি শেয়ারের দর।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM