সীতাকুণ্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে দগ্ধ হয়েছে সাত গরু। তবে ইচ্ছাকৃতভাবে গরুর খামারে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ মালিকের।
শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৯টার সময় সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ফার্মের মালিক বিষয়টি ষড়যন্ত্র বললেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।
জানা যায়, দক্ষিণ রহমতনগর কবির হাজীর বাড়ির নুরুল আবছারের গরুর ফার্মে শুক্রবার রাতে হঠাৎ করে আগুন লাগে। পরবর্তীতে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়লে ১৫ গরুর মধ্যে ৭ গরু দগ্ধ হয়।
খামারের মালিক নুরুল আবছার অভিযোগ করে জানান, ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ তার গরুর খামারে আগুন লাগিয়ে দিয়েছে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ওয়াসি আজাদ জয়নিউজকে জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।