দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি।
গত ২৫ এপ্রিল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। শনিবার (২৭ এপ্রিল) বিএনপির বৈঠক শেষে দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দলের সিদ্ধান্ত ছিল সংসদে শপথ গ্রহণ না করার। দলের এই সিদ্ধান্তকে অমান্য করায় ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ তাকে বিএনপিকে থেকে বহিষ্কার করা হয়েছে।
বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবু্র রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।