দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণীভূত হচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ফণী। কয়েক ঘণ্টার মধ্যেই তীব্রবেগে তামিলনাড়ুতে আছড়ে পড়বে এই ঝড়।
ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে ১ হাজার ১১০ কিলোমিটার এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ১৩শ’ কিলোমিটার দূরে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
১১৫ কিলোমিটার বেগে এই ঝড় তাণ্ডব চালাবে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। তামিলনাড়ু ও পুদুচেরিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝড়টি।
এর প্রভাব পড়তে পারে পার্শ্ববর্তী কেরালা রাজ্যেও। ফলে কেরালায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।