বোমা হামলা: সন্দেহভাজন ২ গোষ্ঠী নিষিদ্ধ শ্রীলঙ্কায়

ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন দুই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) ও জামাতি মিল্লাথু ইব্রাহিমকে জরুরি ক্ষমতাবলে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি।

- Advertisement -

এক সপ্তাহ আগে সংঘটিত ওই ভয়াবহ হামলায় ২৫৩ জন নিহত হয়েছে বলে শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -google news follower

বোমা হামলায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী হাশিম মোহাম্মদ জাহরান এনটিজে অথবা এর একটি দলছুট অংশের নেতৃত্ব দিতেন বলে শ্রীলঙ্কান পুলিশের বিশ্বাস। অপরদিকে জামাতি মিল্লাথু ইব্রাহিম আরও কম পরিচিত দল হলেও এর সদস্যরা ওই বোমা হামলায় বিশেষ ভূমিকা রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে শ্রীলঙ্কা সরকারের দাবি, হামলা চালানো সকলেই শ্রীলঙ্কান। তাদের সঙ্গে বিদেশিদের যোগাযোগ থাকতে পারে।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM