আমাদের জীবনাচারে অনেক পরিবর্তন এসেছে। চিঠির পরিবর্তে এসেছে মুঠোফোন। একা একা গান শোনা, কথা বলা এবং ভিডিও দেখার জন্য এসেছে হেড ফোন বা ইয়ার ফোন। তবে প্রতিটি আবিষ্কারের যেমন ইতিবাচক দিক আছে, ঠিক তেমনি নেতিবাচক দিকও রয়েছে।
আমাদের দেশে বা বিদেশে রাস্তা-ঘাটে, বাসা-বাড়িতে, অফিস-ক্যাম্পাসে সবাইকে কমবেশি হেড ফোন বা ইয়ার ফোন ব্যবহার করতে দেখা যায়। এ ব্যবহারের দিক থেকে মেয়েরাই বেশি এগিয়ে বলে অনেকেই একমত। তাদের দাবি, ছেলেদের তুলনায় মেয়েরা বেশি হেড ফোন বা ইয়ার ফোন ব্যবহার করে থাকে। এমনকি শুধু গোসলের সময় বাদে প্রায় সারাক্ষণই তাদের কানে হেড ফোন বা ইয়ার ফোন দেখা যায়।
বিশেষজ্ঞরা মনে করেন, নিঃসঙ্গতা দূর করতে, কোনো কিছু লুকাতে, ভ্রমণকালে এবং ফ্যাশন দেখাতে হেড ফোন বা ইয়ার ফোনের ব্যবহার বাড়ছে। তবে এটা ব্যবহারে মেয়েরা এগিয়ে থাকলেও ছেলেরা খুব বেশি পিছিয়ে নেই। তবে এর ব্যবহারে সবাইকে সচেতন হওয়া উচিত।
জয়নিউজ/পলাশ/আরসি