একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদ এমপি হিসেবে শপথ নিয়েছেন। এরপর তিনি দাবি করেছেন, আমরা সবাই সংসদে দলের মুখপাত্র হিসেবে কথা বলার জন্য শপথ নিয়েছি। আর দলের সিদ্ধান্তেই এ শপথ নেওয়া।
এর আগে সোমবার (২৯ এপ্রিল) বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদসহ চার নেতা।
তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ভুইঞা।
পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে হারুন বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছি। সংসদে আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
তাহলে মহাসচিব মির্জা ফখরুল কেন শপথ নিলেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কেন নেননি, তার উত্তর আমরা দিতে পারব না। এটি তার ব্যক্তিগত ব্যাপার।