দলের সিদ্ধান্তেই শপথ: হারুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত বিএনপির যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদ এমপি হিসেবে শপথ নিয়েছেন। এরপর তিনি দাবি করেছেন, আমরা সবাই সংসদে দলের মুখপাত্র হিসেবে কথা বলার জন্য শপথ নিয়েছি। আর দলের সিদ্ধান্তেই এ শপথ নেওয়া।

- Advertisement -

এর আগে সোমবার (২৯ এপ্রিল) বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশীদসহ চার নেতা।

- Advertisement -google news follower

তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ভুইঞা।

পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে হারুন বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছি। সংসদে আমাদের দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

তাহলে মহাসচিব মির্জা ফখরুল কেন শপথ নিলেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কেন নেননি, তার উত্তর আমরা দিতে পারব না। এটি তার ব্যক্তিগত ব্যাপার।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM