এবার চট্টগ্রাম চিড়িয়াখানায় অবমুক্ত করা হল দুই জোড়া উটপাখি ও ইমু পাখি।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে দর্শকদের জন্য পাখিগুলো খাঁচায় অবমুক্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মো. শাহাদাত হোসেন শুভ জয়নিউজকে বলেন, প্রতিজোড়া উটপাখির দাম ২ লাখ ৮০ হাজার টাকা এবং ইমু পাখির দাম জোড়া ১ লাখ ৩০ হাজার টাকা পড়েছে ।
তিনি জানান, বন্যপ্রাণী সরবরাহ করে এমন প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে পাখিগুলো বাংলাদেশ থেকেই সংগ্রহ করা হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে নগরের ফয়’স লেকে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানায় দুর্লভ সাদা রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, চিত্রা, মায়া হরিণ, কুমির, জেব্রাসহ ৬৬ প্রজাতির ৬৩০টি পশুপাখি রয়েছে। চিড়িয়াখানায় আগত দর্শকদের জন্য জনপ্রতি টিকিটের দাম ৫০ টাকা নির্ধারিত।