ইয়েতি রহস্য

ইয়েতি রহস্য আজও অমীমাংসিত। বিশেষ করে হিমালয় অঞ্চলে রহস্যময় এ কল্পিত প্রাণিটির বিষয়ে রয়েছে নানা কিংবদন্তি। পর্বতারোহীরা বিগত কয়েকশ’ বছর ধরে বিভিন্ন সময় এই তুষারমানব দেখেছেন বলে বর্ণনা করেছেন তাদের লেখায়।

- Advertisement -

সত্যিই ইয়েতি বলে কিছু আছে কি-না এ নিয়ে এই বিজ্ঞানের যুগেও চলছে যথেষ্ট আলোচনা। তবে সব জল্পনা-কল্পনাকে সম্প্রতি উসকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি টুইট। তারা এমন কিছু ছবি শেয়ার করেছে, যা দেখে সবার চক্ষু চড়কগাছ।

- Advertisement -google news follower

টুইটে তারা তিনটি ছবি পোস্ট করেছে। ছবিতে তারা উল্লেখ করেছে ৩২X১৫ ইঞ্চির একটি পায়ের ছাপ তারা দেখতে পেয়েছে বরফে। আর তাদের দাবি, ছাপটি হতে পারে ইয়েতির।

ছবিতে দেখা যাচ্ছে বড় বড় পায়ের ছাপের লম্বা রেখা চলে গেছে বরফ চিরে। তবে সেটা একপেয়ে ছাপ বলেই বেশি মনে হচ্ছে। দুই পা ফেলার যে ছাপ সেটি একটু ভিন্ন হয়।

- Advertisement -islamibank

একইসঙ্গে তারা বলেছেন, তুষারমানবকে মকালু-বারু ন্যাশনাল পার্কের কাছে দেখা গেছে। এই পার্কের উচ্চতা প্রায় ১৩ হাজার ফুট।

ইয়েতি শব্দের অর্থ পাথুরে ভাল্লুক। কথিত আছে, এরা নাকি মানুষও খায়। দেখতে লোমশ বড় ভাল্লুক বা গরিলার মতো। ইতিহাসখ্যাত অভিযাত্রী হাডসনসহ অনেকের লেখায় মিলেছে ইয়েতির অস্তিত্ব।

বেশ কয়েক বছর আগে লাদাখের কিছু বৌদ্ধ ভিক্ষু দাবি করেছিলেন, তারা হিমমানব বা ‘ইয়েতি’ দেখেছেন। অথচ বিজ্ঞানীরা মনে করেন, ইয়েতি বলে আদতে কিছু নেই। তাদের মতে, পার্বত্য এলাকায় কিছু ভাল্লুক আছে, যাদের পায়ের ছাপ এটি।

যাই হোক, ভারতীয় সেনাদের এই টুইটের পর সারাবিশ্ব আবার ইয়েতি নিয়ে ভাবতে বসেছে নতুন করে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM