খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকায় জমির টপ সয়েল কেটে ইটভাটায় নেওয়ার সময় অভিযান চালিয়ে একটি স্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকাল ৫টার দিকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
এসময় স্কেভেটর চালক মো. রুবেল ও ট্রাকচালক মো. ওমর ফারুককে আটক করে। পরে ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ (১) (ক) ধারার বিধান মোতাবেক এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ বলেন, জমির উপরিভাগ থেকে (টপ সয়েল) মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও ট্রাক জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল ও খাগড়াছড়ি পরিবেশ আন্দোলনের সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।