ভারতের মহারাষ্ট্র প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাওবাদীদের বিষ্ফোরণে দেশটির ১৫ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
বুধবার (১ মে) ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বুধবার মহারাষ্ট্রের মাওবাদী অধ্যূষিত জেলা গাধচিরোলিতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
তাছাড়া বুধবার সকালে গাধচিরোলি কুরুখেদা নামের একটি নির্মাণাধীন এলাকার ২৭টি মেশিন ও যানবাহনে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা।
এর আগে ১১ এপ্রিল ভারতের প্রথম দফার লোকসভা নির্বাচনে শুরু হওয়ার দিন গাধচিরোলির একটি ভোট কেন্দ্রের পাশে মাওবাদীরা আইইডি বিস্ফোরণ করে হামলা চালায়। তবে সেই হামলায় কেউ হতাহত হয়নি।