গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ফের বৈঠকে বসছে কমিশন। এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিধান যুক্ত করে আরপিও সংশোধনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে ইসি।
সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। দেড় লাখ ইভিএম ক্রয়ের প্রস্তাব ইতোমধ্যে সরকারের পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিশন অনুমোদন করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জয়নিউজ/আরসি