চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এএফ ইমাম আলীকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ড. ইমাম আলী শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের চিঠি বৃহস্পতিবার (২ মে) হাতে পেয়েছেন বলে জানান।
২০১৭ সালের প্রথমদিকে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়। এই উদ্যোগে পাশে এসে দাঁড়ান বেশ কয়েকজন সমাজসেবক এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে।
জয়নিউজ/আরসি