শক্তিশালী ঘূর্ণিঝড় ফণির প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। ইতোমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম বন্দরকে ৬নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্য বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে ফিরতে শুরু করেছে।
নগরের ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা ফিরে আসছে। সাগর উত্তাল থাকায় অনেকে অর্ধেক পথ থেকে ফিরে এসেছে নৌকা নিয়ে। যারা এখনো রয়ে গেছে তাদেরও ফিরে আসার জন্য বলা হয়েছে।
কয়েকজন জেলে জয়নিউজকে জানান, সাগর প্রচণ্ড উত্তাল। তাই নৌকা নিয়ে ফিরে এসেছি।
জয়নিউজ/বাচ্চু/পলাশ/আরসি