‘শুক্রবার সন্ধ্যা থেকে সারারাত অত্যন্ত ক্রিটিক্যাল সময়’

শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টা থেকে সারারাত ‘অত্যন্ত ক্রিটিক্যাল’ সময় বলে মন্তব্য করেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ।

- Advertisement -

বৃহস্পতিবার (২ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য জানান।

- Advertisement -google news follower

তিনি বলেন, ১০০ থেকে ১২০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশ অতিক্রম করবে।

তিনি আরো বলেন, আমরা দেখেছি ঘূর্ণিঝড়টি ৩ মে (শুক্রবার) দুপুর ১২টার দিকে খুলনা অঞ্চলে ঘূর্ণিঝড়ের বিভিন্ন লেভেলের বাতাসের সংস্পর্শে আসতে শুরু করবে। সন্ধ্যা ৬টা নাগাদ খুলনা অঞ্চল ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ঘূর্ণিঝড়ের আওতায় এসে যাচ্ছে। সন্ধ্যা ৬টা থেকে সারারাত বাংলাদেশ ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে। এ সময়টা আমাদের জন্য “অত্যন্ত ক্রিটিক্যাল সময়”।

- Advertisement -islamibank

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট প্রসঙ্গে তিনি বলেন, ওয়েবসাইটটিতে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে ১ লাখ ৫০ হাজার লোক একই সঙ্গে হিট করেছে, এজন্য এটি হ্যাং হয়ে গেছে। এর ক্যাপাসিটি থাকা উচিত ছিল ৫ থেকে ৭ লাখ, কিন্তু সেটি নেই।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM