ভারতের উড়িষ্যায় ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।
রাজ্যটির কেন্দ্রপাড়া জেলার গুপ্তি পঞ্চায়েত এলাকায় একটি আশ্রয় শিবিরে ঊষারাণী বৈদ্য নামে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। নারায়ণপুরের একটি আশ্রয় শিবিরে নেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুরী জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়। আরেকজনের মৃত্যু হয় প্রবল বৃষ্টি ও ঝড়ে ঘরের ছাদ ভেঙে পড়ায়।
আরেক ঘটনায় উড়িষ্যার সাক্ষীগোপাল জেলায় হিরণপদ গ্রামে ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
উল্লেখ্য, শুক্রবার (৩ মে) সকালে ভারতের উড়িষ্যায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফণী।
জয়নিউজ/আরসি