টি-টোয়েন্টির সর্বশেষ র্যাংকিংয়ে বাংলাদেশ আছে দশম স্থানে। অন্যদিকে বাংলাদেশের তুলনায় নবাগত দল আফগানিস্তান আছে সাতে। মাঝখানের দুটো স্থান, আটে আছে শ্রীলঙ্কা আর নয়ে ওয়েস্ট ইন্ডিজ।
শুক্রবার (৩ মে) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টির সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে।
র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তিন ও চারে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পঞ্চম স্থানে ভারত, ছয়ে আছে নিউজিল্যান্ড।
র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে নবাগত নেপালের। ১৪ থেকে তারা উঠে এসেছে ১১তম স্থানে। তাদের পেছনে পড়ে গেছে জিম্বাবুয়ে (১৩), আয়ারল্যান্ডের (১৫) মতো দলগুলো।