প্রবল ঘূর্ণিঝড় ফণীর তেমন প্রভাব নেই সাগর উপকূলবর্তী পতেঙ্গা ও দক্ষিণ কাট্টলীসহ অন্যান্য এলাকায়। সকল নৌযানকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
সাগরের নিকটবর্তী পতেঙ্গা এলাকার বাসিন্দা মিনহাজ উদ্দিন জানান, সকাল থেকে এখানে বিদ্যুৎ নেই। দমকা হাওয়া বইছে। সাগরও উত্তাল। উপকূলবর্তী লোকজনকে সরিয়ে নিতে শুক্রবার (৩ মে) রাতে মাইকিং করেছিল প্রশাসন।
প্রসঙ্গত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ফণী আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় আকারে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি বাংলাদেশের উপর দিয়ে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
এর প্রভাবে বাতাসের গতিবেগ কেন্দ্রের ৫৪ কি. মি. এর মধ্যে বাতাসের গতিবেগ ৬২ কি. মি. থেকে ৮৮ কি. মি. পর্যন্ত ।
জয়নিউজ/পলাশ/আরসি