চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সভা

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সামগ্রিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইতোমধ্যে সোসাইটির নাসিরাবাদ প্রকল্পের বহুতল ভবন ও সোসাইটি কার্যালয় নির্মাণ, জামে মসজিদ, সোসাইটি পার্কসহ নানা অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৪ মে) নাসিরাবাদে সোসাইটির কমিউনিটি হলে মুলতবী বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, ৬৭ বছরের ইতিহাসে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি জাতীয় সমবায় পুরস্কার-২০১৭ পেয়েছে।
সোসাইটির কবরস্থান উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, এলাকায় যানজট নিরসন ও আইন-শৃঙ্খলা উন্নয়ন, সোসাইটির বড়দিঘীর পাড় আবাসিক প্রকল্প (৪র্থ), নাসিরাবাদ ও খুলশী প্রকল্পে স্থিত অতিরিক্ত জায়গার মূল্য আদায় এবং পরিত্যক্ত প্লট অবমুক্তকরণ, নাসিরাবাদ প্রকল্পের ৩৭/এ-২ প্লট পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়া খুলশী প্রকল্পের ৩২ গণ্ডা জমি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল প্রণয়নে সুপারিশ করা হয়েছে। এ সময় সোসাইটির সদস্য আলমগীর পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM