গভীর নিম্নচাপে পরিণত ফণী

ঘূর্ণিঝড় ফণী শক্তি কমে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় কমানো হয়েছে সংকেত। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

- Advertisement -

এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শনিবার (৪ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

- Advertisement -google news follower

এদিন দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। তবে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

- Advertisement -islamibank

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ফণীর কারণে সৃষ্টি হওয়া নিম্নচাপে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM