শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলাকারীরা ভারতে প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করেছেন লঙ্কান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মহেশ সেনানায়েকে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ সেনানায়েকে দাবি করেন, শ্রীলঙ্কায় হোটেল ও গির্জায় ভয়াবহ হামলাকারীরা ভারত সফর করেছিলেন। আর এ সফরের উদ্দেশ্য হলো সেখানে প্রশিক্ষণ গ্রহণ করা।
তিনি বলেন, হামলাকারীরা ভারতের কাশ্মীরে, বেঙ্গালুরুতে ও কেরালায় গিয়েছিলেন। তাদের সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে এতটুকু। তবে সেখানে যাওয়ার তাঁদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা অজানা বলেও জানান তিনি।