হাটহাজারীতে বাল্যবিবাহ ঠেকালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন।
শনিবার (৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি এ বিয়ে বন্ধ করেন।
জানা গেছে, পৌর এলাকার আলীপুরের খন্দকার পাড়ার আলীপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ুয়া হিরা বেগমের সঙ্গে মির্জাপুরের চারিয়া কাজিপাড়ার মো. আলমগীরে সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে রুহুল আমিন আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর সহায়ক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে কনের বাড়িতে পৌঁছেন। এসময় ইউএনও এর সঙ্গে পুলিশ দেখে বর ও তার পক্ষের লোকজন বউ না নিয়েই পালিয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জয়নিউজকে জানান, মেয়েটির অভিভাবক জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বিয়ে বন্ধ করার চেষ্টা করলে কনে পক্ষের একব্যক্তি আদালতের কাগজ আছে বললেও পরে তা আর দেখাতে পারেন নি।
পরে মেয়ের মা ভুল হয়েছে বলে স্বীকার করে এবং মেয়েকে পড়াশোনা করিয়ে ১৮ বছর বয়স হলে বিয়ে দিবেন বলে মুচলেকা দেন বলেও জানা তিনি।