পেকুয়ায় ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিয়ে

কক্সবাজারের পেকুয়ায় এবার বিয়ের পিঁড়িতে বসল ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। কনেও অপ্রাপ্তবয়ষ্ক। অভিযোগ রয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রকে আটকে রেখে কিশোরী মেয়ের সঙ্গে বিয়ে পড়ায় কনের অভিভাবকরা।

- Advertisement -

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা পূর্বপাড়ার শিরা নামের পাহাড়ি গ্রামে। ওই ছাত্রের নাম আবু বক্কর (১৩)। ধনিয়াকাটা গ্রামের আহমদ শরীফের ছেলে বক্কর।

- Advertisement -google news follower

সূত্র জানায়, দেড় মাস আগে আবু বক্কর ও শিরা গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের মধ্যে বিয়ে হয়। বর আবু বক্কর ও কনে জান্নাতুল ফেরদৌস দুইজনই অপ্রাপ্তবয়ষ্ক। আবু বক্করের বয়স ১৩ বছর। অপরদিকে জান্নাতুল ফেরদৌসের বয়স আনুমানিক ১৫ বছর। আবু বক্কর ২০১৭ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়। পরে বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়।

জানা যায়, দেড় মাস আগে আবু বক্করকে কৌশলে বাড়ি থেকে ডেকে আনা হয়। রাতে কনের বাড়িতে তাকে আটকে রেখে মৌলভী এনে আকদ সম্পন্ন করা হয়। বিয়ে সম্পাদন করেন নিকাহ রেজিস্ট্রার।

- Advertisement -islamibank

আবু বক্করের মা মরতুজা বেগম জানান, আমার ছেলে এখনও শিশু। তারা আমার ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে।

জয়নিউজ/গিয়াস/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM