নগরে সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ

নগরের মতিঝর্ণাসহ একাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে অবরোধ করেছে এসব পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা।

- Advertisement -

শনিবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে লালখান বাজার মোড়ে সড়ক অবরোধ করে তারা।

- Advertisement -google news follower

তবে খবর পেয়ে পুলিশ এসে তাদের সড়ক থেকে তুলে দিয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

দুপুর আড়াইটার দিকে নগরের ব্যস্ততম মোড়টি অবরোধ করলে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চারিদিকে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এ যানজট সড়ক ছাড়িয়ে বিভিন্ন অলি-গলিতে ছড়িয়ে পড়ে। গরম ও যানজটে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

- Advertisement -islamibank

জানতে চাইলে খুলশী থানার ওসি (তদন্ত) কবির হোসেন জয়নিউজকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দেওয়া হয়। এতে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।

উল্লেখ, শনিবার (৪ মে) মতিঝর্ণাসহ আশেপাশের পাহাড়গুলোতে অবৈধভাবে বসবাসকারীদের পানি-বিদ্যুৎ-গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জেলা প্রশাসন। এর প্রতিবাদেই রোববার বাসিন্দারা সড়কে নেমে বিক্ষোভ করেন।

জয়নিউজ/রুবেল/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM